নিউজ ডেস্ক »
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিল্ডার বলা হয়ে থাকে জন্টি রোডসকে। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার নিজেই জানিয়েছেন, তাঁর চোখে তারই স্বদেশী ডি ভিলিয়ার্সই সর্বকালের সেরা ফিল্ডার।
সম্প্রতি জিম্বাবুয়ের সাবেক পেসার পমি এমবাংওয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভ আড্ডায় নিজের এমন অভিব্যক্তির কথা জানিয়েছেন রোডস।
লাইভ আড্ডায় এমবাংওয়ার প্রশ্ন ছিল তাঁর চোখে কে সর্বকালের সেরা ফিল্ডার? উত্তর দেওয়ার ক্ষেত্রে রোডস জানান, ‘সর্বকালের সেরা ফিল্ডার? এবি ডি ভিলিয়ার্স। সে একজন উইকেটরক্ষক, সে স্লিপে দাঁড়াতে পারে, সে মিড-অফ, লং-অনেও ফিল্ডিং ভালো করে। সে অসাধারণ একজন খেলোয়াড়। আমার কাছে মনে হয় সে-ই সর্বকালের সেরা।’
বর্তমান যারা ক্রিকেট খেলছেন তাদের মধ্যে থেকে পছন্দের তালিকার কথাও জানান রোডস সেখানে রয়েছেন ভারতের সুরেশ রায়না এবং ইংল্যান্ডের বেন স্টোকস। রোডস বলেন, ‘রায়নাকে আমার ভালো লাগে। স্টোকস ও মাঠের সব জায়গাই ভালো করে কিন্তু আমার দেখা সেরা ফিল্ডার অবশ্যই এবি ডি ভিলিয়ার্স।’
বাংলাদেশ সময়ঃ ১:১৫ পিএম
নিউজক্রিকেট/এসএস