ভিরাট ঠিক ভিভ রিচার্ডসের মতই ব্যাটিং করেনঃ গাভাস্কার

নিউজ ডেস্ক »

ভিভ রিচার্ডস, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান, যিনি মাঠে নেমেই বোলারদের কচুকাটা শুরু করতেন, তাকে উইকেটে শান্ত রাখা খুবই কঠিন ছিল। তার খুনে ব্যাটিংয়ের সামনে বোলাররা যেমন অসহায়, তেমনিভাবে আধুনিক ক্রিকেটের মহাতারকা, ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির কাছেও বোলাররা একেবারে নখদন্তহীন হয়ে পড়েন। মাঠের চতুর দিকে রানের ফোয়ারা বইতে থাকে ভিরাটের ব্যাট থেকে। এমনটাই বলছিলেন ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সুনিল গাভাস্কার।

ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী গাভাস্কার স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বলেন, ‘ভিভ রিচার্ডস যখন উইকেটে থাকে তখন তাকে শান্ত রাখা খুবই কঠিন। একইভাবে আজ যদি আপনি ভিরাট কোহলির ব্যাটিংয়ের দিকে লক্ষ করেন, একই বল, একই লাইনে, ভিরাট তাঁর উপরের হাতটি ব্যবহার করে এক্সট্রা কভার অঞ্চলের দিকে বাউন্ডারি হাকান এবং তার নিচের হাতটি ব্যবহার করে মিড-অনের দিকে বাউন্ডারি হাঁকান।’

‘আর তাই ভিরাট কোহলি ১নম্বর ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় কারণ তিনি ঠিক ভিভ রিচার্ডসের মতই ব্যাটিং করেন। এর আগে গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং ভিভিএস লক্ষ্মণ এভাবে ব্যাটিং করতেন।’ – যোগ করেন গাভাস্কার

শুধু গাভাস্কারই ভিরাটের মাঝে ভিভের ছায়া দেখতে পাননি, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলও গতমাসে বলেছিলেন ভিরাট এবং ভিভের ব্যাটিংয়ে অনেক মিল রয়েছে বিশেষ করে তারা যে ধরনের শট খেলেন।

ইয়ান চ্যাপেল বলেন, ‘ভিভ শুধুমাত্র সাধারণ ক্রিকেটীয় শট খেলতেন তিনি তবে তিনি বলটিকে এত ভালভাবে নিয়ন্ত্রণ করতেন যা খুব দ্রুত বাউন্ডারি হত। এবং কোহলিও একই কাজ করেন। তিনি ঐতিহ্যবাহী শট খেলেন এবং খুবই নিখুঁতভাবে খেলেন।’

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »