ভিন্নধর্মী টুর্নামেন্টে আবারও মাঠে নামছে শচীন-লারারা

মমিনুল ইসলাম »

বাইশগজের এই ক্রিকেট মহারথের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা। অনেকদিন আগেই বাইশগজ থেকে তুলে রেখেছেন ব্যাট-প্যাড। তবে ক্রিকেট বিশ্বের কিংবদন্তি দুই ব্যাটসম্যানকে আবারও দেখা যাবে বাইশগজে। ভারতের অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামের একটি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে তাদেরকে।

পথ নিরাপত্তার সচেতনতা বৃদ্ধিতে বিশ্বের পাঁচটি দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামের একটি টুর্নামেন্টে। টুর্নামেন্টে খেলবেন ইন্ডিয়ান্স লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, দক্ষিন আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও অস্ট্রেলিয়া লিজেন্ডস নামের পাঁচটি দল।

আগামী ৭ মার্চে ইন্ডিয়ান্স লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ৫ দেশ নিয়ে ১১ ম্যাচের আয়োজনের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ মুম্বাইয়ে। শচীন-লারারা ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে জন্টি রোডস, তিলকারত্নে দিলশান, শিবনারায়ণ চন্দরপল, ব্রেট লি, যুবরাজ সিং, জহির খান ও বীরেন্দ্র শেবাগের মত ক্রিকেটাররা।

পাঁচ দলের অধিনায়কের নাম :

ইন্ডিয়ান্স লিজেন্ডস – শচীন টেন্ডুলকার
দক্ষিন আফ্রিকা লিজেন্ডস – জন্টি রোডস
অস্ট্রেলিয়া লিজেন্ডস – ব্রেট লি
শ্রীলঙ্কা লিজেন্ডস – তিলকারত্নে দিলশান
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস – ব্রায়ান লারা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সময়সূচি :

ইন্ডিয়ান্স লিজেন্ডস – ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস – ৭ মার্চ
অস্ট্রেলিয়া লিজেন্ডস – শ্রীলঙ্কা লিজেন্ডস – ৮ মার্চ
ইন্ডিয়ান্স লিজেন্ডস – শ্রীলঙ্কা লিজেন্ডস – ১০ মার্চ
দক্ষিন আফ্রিকা লিজেন্ডস – ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস – ১১ মার্চ
দক্ষিন আফ্রিকা লিজেন্ডস – শ্রীলঙ্কা লিজেন্ডস – ১৩ মার্চ
ইন্ডিয়ান্স লিজেন্ডস – দক্ষিন আফ্রিকা লিজেন্ডস -১৪ মার্চ
অস্ট্রেলিয়া লিজেন্ডস – ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস – ১৬ মার্চ
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস – শ্রীলঙ্কা লিজেন্ডস -১৭ মার্চ
অস্ট্রেলিয়া লিজেন্ডস – দক্ষিন আফ্রিকা লিজেন্ডস – ১৯ মার্চ
ইন্ডিয়ান্স লিজেন্ডস – অস্ট্রেলিয়া লিজেন্ডস – ২০ মার্চ
ফাইনাল – ২২ মার্চ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »