ভিডিও বার্তা দেবেন তামিম, পরিষ্কার হবে সব

নিউজ ডেস্ক »

বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দল ছাপিয়ে আলোচনায় তামিম ইকবাল খান। শুধুই কি ইনজুরি ইস্যু? নাকি অন্য কিছু? সব প্রশ্নেরই উত্তর মিলবে আজ। তামিম ইকবাল নিজেই খোলাশা করবেন সব। তবে সেটা বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পর।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তামিম জানান, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার পরেই একটি ভিডিও বার্তায় গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ পরিষ্কার করবেন।

তামিমের ফেসবুক পোস্টটা হুবহু তুলে ধরা হলো :

“আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।”

তামিমের এই ভিডিও বার্তার পরেই আসলে সকল বিষয় পরিষ্কার হবে। কেবলই কি আনফিট ইস্যু? নাকি কোচ ও অধিনায়কের না চাওয়ায় বিশ্বকাপে যাচ্ছেন না তামিম সেটাই জানা যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »