মারুফ ইসলাম ইফতি »
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ক্রীড়াপ্রেমী সেই কথা সবারই জানা।তিনি লাল-সবুজের প্রতিনিধিদের সবসময় সমর্থন ও সাহস যুগিয়ে আসছেন।এবার প্রধানমন্ত্রীর ভালবাসায় সিক্ত হলো বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ দল।
দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ইতিমধ্যে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পোঁছে গেছে টাইগার যুবারা।ইয়াং টাইগারদের এমন সাফল্যে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী ভিডিও কলে অভিনন্দন জানিয়েছেন পুরো দলকে। ভিডিও কলে টাইগার যুবাদের সাথে কথা বলে অভিনন্দন জানানোর পাশাপাশি সেমিফাইনালের জন্য জানিয়েছেন শুভকামনা।সেমিফাইনালের ম্যাচে কোন চাপ না নিয়ে নির্ভার ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন যুবাদের।
যুবাদের ভিডিও কলে শুভেচ্ছা বার্তা জানানোর পর প্রধানমন্ত্রী বলেন: ওদের পুরো ম্যাচ দেখতে না পারলেও ম্যাচের কিছু অংশ দেখেছি এবং কিছুক্ষন পরপর খোঁজ নিয়েছি ম্যাচের পরিস্থিতির।আশা করি ওরা আগামী ম্যাচেও ভাল করবে।ওদের জন্য আমার শুভকামনা থাকবে।
আগামী ৬ই জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিফাইনালে লড়বে টাইগার যুবারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টাইগাররা আত্মবিশ্বাসের রসদ পাচ্ছে সর্বশেষ নিউজিল্যান্ড সফর থেকে। কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে এই নিউজিল্যান্ডকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যাবধানে হারিয়েছিল বাংলাদেশ। আর ম্যাচের ভেন্যু পচেফস্ট্রুম সমন্ধে যুবাদের রয়েছে ভাল ধারনা।যেইভাবে ধারাবাহিক ভাবে যুবারা অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তাতে করে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে স্বপ্নের ফাইনাল খুব বেশি দূরে নয়। পারবে কি আকবর আলীরা? বিশ্বকাপের ইতিহাসে লাল সবুজের পতাকায় ইতিহাস রচনা করতে?