কে এম আবু হুরায়রা »
বাংলাদেশ ক্রিকেটের ভালো সময় যেন আজ কিছুটা হলেও অতীত৷ নিজেদের মাঠে আফগানিস্তানের সাথে হার দিয়ে শুরু ভারতের সাথে নাকানিচুবানিতে শেষ৷ মাঝের পথটা শুধই বিষাদময়। কিছুতেই যেন কিছু হচ্ছেনা।
অপরদিকে, বয়সভিত্তিক দলগুলো আছেন দুর্দান্ত ফর্মে। দেশে হোক বা দেশের বাইরে অনূর্ধ্ব-১৯ দল যেনো অপরাজেয় হয়ে উঠেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে থাকা অনূর্ধ্ব-২৩ দলটিও আছেন ছন্দে৷ সাম্প্রতি সাফ গেমসে এসেছে সোনা৷ নারী ক্রিকেটাররাও আছেন নিজেদের সেরা ফার্মেই। সোনাও জিতেছেন এবারের সাফ গেমসে। আর এখানেই ক্রিকেটের ভালো সময়ের শুরু দেখছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
গতকাল (৯’ই ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাফ গেমসে সোনা জয়ে অভিবাদন জানিয়ে রিয়াদ বলেন, ‘ শুধু এইটুকুই বলতে পারি সাম্প্রতিক আমরা খুব একটা ভালো পারফর্মেন্স করতে পারিনি। আমাদের অনূর্ধ্ব-২৩ দল গোল্ড মেডেল অর্জন করলো প্রথমেই তাদের অভিনন্দন জানাই। কারন, আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এটি একটি বড় অর্জন আমাদের দেশের জন্য, ক্রিকেটের জন্য। আমি মনে করি এটাই শুরু। সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে। সিরিজ বাই সিরিজ চিন্তা করকে হবে। চিন্তা করতে হবে যেন ভালো পারফর্মেন্সটা আবার ফিরিয়ে আনতে পারি। ‘
যে কোন কাজেই ভালো সময় এবং খারাপ সময় আছে মনে করিয়ে দিয়ে তিনি বলেন,’ ক্রিকেটে উত্থান-পতন আছে। চেষ্টা করতে হবে এবং আমরা দৃঢ়ভাবে চেষ্টা করছি। এখন মাঠে যেন আমরা এর প্রতিফলন ঘটাতে পারি। ‘
বিপিএল এ বরাবরই থাকে প্রশ্নবিদ্ধ উইকেট। তবে এ নিয়ে বেশ পজিটিভ মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ বলেন,’ আমার মনে হয় এসব মানিয়ে নেওয়ার চেষ্টা করাই ভালো।কঠিন উইকেটে ভালো করাটা আত্মবিশ্বাস বাড়াবে। সবসময় আপনি ব্যাটিং সহায়ক উইকেট পাবেননা। ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন উইকেট থাকবে।’