ভালো শুরু করে সিরিজ জিততে চান তামিম

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আগামীকাল (২৬ জুলাই) শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানদে সিরিজ। বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স প্রায় একই ধরণের থাকলেও কোচহীন বাংলাদেশ দলে রয়েছে কিছুটা ঘাটতি।

দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে ছিটকে গেছেন সিরিজ থেকে। এছাড়া ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। ষোলোকলা পূর্ণ হল আরেক অলরাউন্ডার সাইফউদ্দিনের ইনজুরিতে পড়ায়।

অন্যদিকে অধিনায়ক ও সহ অধিনায়কের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক দেয়া হয়েছে তামিম ইকবালকে। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম জানান শুরুর ম্যাচটা ভালো করতে চান।

তামিম ইকবাল বলেন, ‘ম্যাচটা ভালোভাবে শুরু করাটাই প্রথম লক্ষ্য। প্রথমে ব্যাট কিংবা বল যেটাই করি শুরুটা ভালো হতে হবে। ম্যাচটা জেতার লক্ষ্যই থাকবে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তারাও বলবে সিরিজ জয়ের কথাই। আমাদের লক্ষ্যও একই। সবকিছু ঠিকঠাক করলেই জেতা সম্ভব। প্রথম বল থেকেই ভালো খেলতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »