ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে ব্যর্থ লিটন-আফিফ

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বল করার সিদ্বান্ত নেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে শুরু করেন রাজশাহীর দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ২১ রান। তবে ভালো একটা শুরুর পরেও ইনিংস বড় করতে ব্যর্থ হোন রাজশাহীর দুই ওপেনার লিটন ও আফিফ। লিটনকে মুস্তাফিজ ও আফিফকে নবী ফিরিয়ে দিলে ম্যাচে ফিরে রংপুর। লিটন ১৫ বলে ৩ চারে ১৯ রান করে আউট হয়েছেন। আর শুরু থেকেই মারমুখী ভূমিকায় থাকা আফিফ ২ চার ও ৩ ছয়ে ১৭ বলে ৩২ রান করে নবীর বলে আউট হোন।

পরপর দুই ওভারে দুই রানের ব্যবধানে দুই ওপেনার ফিরে গেলে রান তুলার গতিটা একটু কমে যায় রাজশাহীর। তবে তৃতীয় উইকেট জুটিতে দেখে শুনে খেলে যাচ্ছেন রাজশাহীর অধিনায়ক শোয়েব মালিক ও ইরফান শুক্কুর। ইনজুরির কারণে রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল আজ খেলছেন না। তার পরিবর্তে আজ রাজশাহীর নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ শোয়েব মালিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান। ক্রিজে আছেন মালিক ৮ ও ইরফান ১০ রান নিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »