https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সোমবার উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামে। টস জিতে টাইগার অধিনায়ক উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালে রান পাহাড় গড়ে ক্যারিবিয়ানরা। ফলে প্রথম ইনিংস শেষে সমালোচকরা কাগজ-কলম নিয়ে প্রস্তুত ছিল কটুক্তি লেখার জন্য। তবে সমালোচকদের সেই আশায় গুঁড়ে বালি করে দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই লিটনের দুর্দান্ত ৯৪ রানের সাথে বিশ্বকাপে সাকিবের ক্যারিয়ার সেরা ১২৪ রানের ইনিংসই মূলত জয় এনে দিয়েছে টাইগারদের। তবে বিশ্বকাপের এই বড় মঞ্চে আসার আগে সাকিব যে কতটা পরিশ্রম করেছিলেন সেটা জানা গিয়েছিল আগে থেকেই।
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবেদের হয়ে মাঠে খুব বেশি ম্যাচে নামা না হলেও সাকিব নিজেকে নিয়ে করেছেন বোলিং-ব্যাটিং দুই বিভাগেই কাজ। শরীরের ওজন কমিয়ে নিজেকে করে তুলেছেন আরও শাণিত।
বিশ্বকাপে উইন্ডিজিরে বিপক্ষে ভালো খেলার মন্ত্র এবার জানালেন সাকিব। ‘মাইন্ড সেটটা আসলে খুব জরুরি। সবসময় সেরা ফর্মে থাকলেও পারফরম্যান্সটা হয় না। ফিটনেস অবশ্যই জরুরি। তবে ভালো খেলার ক্ষেত্রে মানসিক উপাদানটাও অনেক কার্যকরী। ভালো খেলার দৃঢ়সংকল্পটা খুব জরুরি সাফল্য পাবার জন্য।’