ভালো খেলার কথা আগে থেকেই বলা যায় না

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ট্রফি জিতেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দুই বিভাগেই নিজেদের সেরাট দিয়েই ট্রফি ছিনিয়ে এনেছে টাইগাররা। সেই ধারা বজায় ছিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। তবে এরপরই ঘটে ছন্দপতন। নিউজিল্যান্ডের বিপক্ষে স্বল্প রান নিয়ে লড়াই করলেও ইংল্যান্ডের বিপক্ষে ছিল ছন্নছাড়া বোলিং।

ইংল্যান্ডের কন্ডিশনে পেসাররা গতি দিয়েই পেয়েছে সাফল্য। আর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার উচ্চ মাত্রার গতির বল করা আর হয়ে উঠছে না। ফলে প্রত্যাশামত সাফল্যও থাকছে ধরাছোঁয়ার বাইরে। তাইতো নিজের পারফরম্যান্সে নিজেই হতাশা প্রকাশ করলেন মাশরাফি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জানান নিজের পারফরম্যান্সের উপরই তিনি সন্তুষ্ট নন। ম্যাশ বলেন, ‘আমার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করি আমি। আমার পারফরম্যন্সে আমি নিজেই সন্তুষ্ট নই। অন্যের চেয়ে নিজেকেই নিজে বেশি প্রশ্ন করি আমি। পারফরম্যান্স করতে না পারলে কতা তো শুনতে হবেই। প্রথম দুই ম্যাচে স্পিনাররা ভালো করেছিল। তাই কন্ডিশন বিচারে পুরো দশ ওভার বল করিনি। শেষ ম্যাচে প্রয়োজন ছিল তাই দশ ওভার বল করেছি।’

‘ভালো খেলার ব্যাপারে তো আর কেউ নিশ্চয়তা দিতে পারবে না। সিনিয়রদের দায়িত্ব অনেক বেশি থাকে। তবে ভালো খেলার কথা আগে থেকেই বলা যায় না’- বলেন মাশরাফি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »