ভালো করতে প্রত্যয়ী তাইজুল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সদ্য বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপটা প্রত্যাশার তুলনায় মোটেও ভালো করেনি বাংলাদেশ দল। বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তবে এই সিরিজ বাংলাদেশ দলের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে বলাই বাহুল্য। এর কারণ হচ্ছে বিশ্বকাপ শেষে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আর অপরদিকে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এই দলটির অধিনায়ক হিসেবে এখন দায়িত্ব এসে পড়েছে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের ওপর।

বাংলাদেশ দলের কিছু প্লেয়ার ছুটি ও ইনজুরিতে থাকার কারণে কিছু খেলোয়াড়দের দলে সুযোগ হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম একজন স্লো লেফট আর্ম অথরডক্স বোলার। বাংলাদেশ দলের মূল ভরসা সাকিব আল হাসান না থাকায় এখন স্পিন বিভাগের দায়িত্ব থাকবে তাইজুলের কাছে। তাইজুল ইসলাম বাংলাদেশ দলের হয়ে টেষ্টে ২৪ ম্যাচ খেলে ৯৯টি উইকেট নিয়েছেন এবং ওয়ানডেতে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তাইজুলের ওয়ানডেতে ১ ডিসেম্বর ২০১৪ সালে জিম্বাবুয়ের সাথে অভিষেক হয়। আর তাইজুল ইসলাম সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২৮ সেপ্টেম্বর ২০১৬ সালে আফগানিস্তানের সাথে। অর্থাৎ প্রায় ৩ বছর পর আবারও রঙিন জার্সি গায়ে মাঠে নামবেন তাইজুল।

তবে স্পিন বিভাগে দায়িত্ব পেলেও নিজেকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করতে মোটেও চান না ২৭ বছর বয়সী এই স্পিনার। তাইজুল জানান, ‘ওয়ানডে না খেললেও বিপিএল অথবা প্রিমিয়ার লিগ খেলার মধ্যেই ছিলাম। যে সুযোগটা এসেছে সেটা কাজে লাগানোর চেষ্টা করব। দল বর্তমানে যে জায়গায় রয়েছে আমি মনে করি ভালো অবস্থানেই আছে। আমরা যে শ্রলঙ্কার চেয়ে খারাপ দল সেটা বলা যাবে না। যারা ভালো করবে ফল তাদের পক্ষে যাবে। ভালো খেলাটা উপহার দিতে চেষ্টা করব।’

এদিকে স্পিনার হিসেবে বাংলাদেশ দলের মূল ভরসা সাকিব আল হাসান থাকলেও তিনি ছুটিতে থাকায় দলে সুযোগ পেয়েছেন তাইজুল। তবে তাইজুলের ভাষ্য সাকিবের বিকল্প নন তিনি। ‘আসলে সাকিব ভাইয়ের বদলি হিসেবে আমি আসি না। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব ভাই। ওনার জায়গায় ভালো কিছু করার চেষ্টা করব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »