ভালো আছেন মাশরাফি

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। করোনা পজিটিভ হওয়ার একদিন পর জানা গেল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এর আগে ১৮ জুন করোনা পরীক্ষার নমুনা পাঠালে মাশরাফির রিপোর্ট পজিটিভ আসে। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। তবে এখন মাশরাফির শরীরে জ্বর নেই, শারীরিক অবস্থায়ও উন্নতির দিকে এমনটাই জানিয়েছে মাশরাফির পরিবারের একটি সূত্র। জ্বরের সাথে সাথে মাশরাফির শরীরের ব্যথাও কমে আসছে।

২০ জুন (শনিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। সবার কাছে দোয়া চেয়ে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। একইসাথে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে মাশরাফির করোনা আক্রান্তে খবরের পর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে মাশরাফির সতীর্থ থেকে শুরু করে ভক্তরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর নির্বাচনী এলাকা নড়াইলের মানুষও মাশরাফির রোগমুক্তি কামনায় দোয়া করছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই নড়াইলের মানুষদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। ঢাকা থেকে দু’বার নড়াইলে গিয়েছেন তিনি। পরে ঢাকা এসে কোয়ারেন্টাইনেও ছিলেন। নড়াইলের মানুষদের জন্য খাদ্যসামগ্রী থেকে শুরু করে চিকিৎসা সেবাও নিশ্চিত করেছেন মাশরাফি বিন মোর্ত্তজা।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রী এর বোন করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। ঢাকার একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই দুজন। তবে মাশরাফি নিজের বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »