ক্রীড়া প্রতিবেদক »
ইনজুরি যেন পিছু ছাড়ছে না শরিফুল ইসলামের। ভারত – বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ একাদশে ছিলেন না শরিফুল৷ একাদশে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও এবাদত হোসেন। তবে শরিফুলকে বেশ কয়েকবার ফিল্ডিং করতে দেখা গেছে।
সকালের দিকে আউটফিল্ডে ফিল্ডিং করার সময় পায়ে চোট পায় শরিফুল। এরপর ফিজিও ও ট্রেনারের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে জানা যায় হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে বেশকিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে, ভারতের বিপক্ষে ঢাকা টেস্টও মিস করবেন শরিফুল।
চলতি বছরের জুনে সর্বশেষ টেস্ট খেলেছেন শরিফুল। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি নিয়েছিল ২ টি উইকেট। ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলা হয়নি পেসার তাসকিন আহমেদেরও। তবে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে দেখা গিয়েছিল তাকে৷