নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-২০। দিল্লিতে দূষণের কারণে বর্তমানে সেখানকার অবস্থা তেমন একটা ভালো নয়। এমন অবস্থায় অনুশীলন করাই যেখানে কষ্ট সাধ্য, সেখানে ক্রিকেট ম্যাচ নিয়ে সংশয় থাকবেই স্বাভাবিক। সবাইকে মাস্ক পড়ে অনুশীলনে নামতে বলা হয়েছে।
এদিকে কয়েকদিন ধরে গুঞ্জন চোনা যাচ্ছিলো ভারত সিরিজে জঙ্গী হামলার আশংকা রয়েছে। ভারতের উগ্র জঙ্গী গোষ্ঠী লস্কর – ই – তৈয়্যবা এই হুমকি দিয়েছেন। যার কারণে বর্তমানে একধরণের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সিরিজে কোন সমস্যা হবে কিনা তা নিয়ে। সমর্থকেরাও আছেন দুশ্চিন্তায়। দেশের প্রতিনিধি রা যে সেখানে আছেন৷ নানা আশংকায় মন কু ডাকছে।
আর আশংকার পরিমাণ আরো বৃদ্ধি হলো যখন বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ পাওয়া যায়। যার কারণে অস্থিতিশীল অবস্থা শিথিল না হয়ে বরং বেড়ে গেছে। সবাই আশংকায় আছেন ভারত সিরিজ আদৌ হবেতো? কোন ঝামেলা ছাড়া মিটবে নাকি এটাই কোন বড় অশনী সংকেত।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে বৃহস্পতিবার মধ্যরাত থেকে একটি ব্যাগ দেখা যায়। পরে সেটিকে প্রশিক্ষিত কুকুর দিয়ে পরীক্ষা করা হয়। সংকেত মিলে উচ্চ ক্ষমতার বিস্ফোরক রয়েছে। চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
যার কারণে দেশের সর্বত্র বিরাজ করছে অস্থিতিশীল অবস্থা। এ ঘটনা জানার পর হয়তো টাইগার সমর্থক মহলেও বাড়বে উদ্বেগ। তারপরও প্রার্থনা ঐ দয়াময়ের কাছে সবকিছু স্বাভাবিকভাবেই হোক।