ভারত সফর শেষ মহারাজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম দু টেস্ট ম্যাচে লজ্জাজনক ভাবে হেরে সিরিজ শেষ সফরকারী আফ্রিকার। ভারত প্রথম টেস্ট জিতেছে ২০৩ রানে, দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে জয়ের ব্যবধান আরো বড়। ইনিংস ব্যবধান ও ১৩৭ রানে জয় লাভ করে স্বাগতিকরা।

সর্বশেষ পুনে টেস্টে সবাইকে মুগ্ধ করেছে মহারাজের ব্যাটিং। খেলে ছিলেন ১২ চারে ৭২ রানের ইনিংস। তাছাড়া বোলিং বিভাগেও আফ্রিকার হয়ে সেরা পারফর্মার তিনি। তবে সিরিজের শেষ রানচি টেস্টে মহারাজকে পাচ্ছে না আফ্রিকা। ম্যাচটি শুরু হবে ১৯ই অক্টোবর থেকে।

পুনে টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস চলাকালে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান স্পিনার মহারাজ। যার ফলে ছিটকে গেছেন রানচি টেস্ট থেকে। কাঁধের চোটের কারণে বিশ্রামে থাকবে হবে তাকে।

আফ্রিকার হয়ে বোলিং বিভাগে ভারতের বিপক্ষে সেরা পারফর্মার হলেন এ স্পিনার। দু টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ৫ম স্থানে রয়েছেন তিনি, নিয়েছেন ৬টি উইকেট। এই সিরিজে বেস্ট বোলিং ফিগার ১৮৯ রানের বিনিময়ে ৩ উইকেট। টেস্টে সাউথ আফ্রিকার সফল বোলার ও তিনি। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে মাত্র ২৭ ম্যাচে নিয়েছেন ১০০টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »