নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটারদের ১৩ দফা ( প্রথমে ১১ ও পরে আরো ২) দাবির পর ক্রিকেটে শঙ্কা দেখা দেয়। তবে তা বিসিবির সাথে বৈঠক শেষে ক্রিকেটাররা সমঝোতা করেন। তার ফলস্রুতিতে পুনরায় আবার মাঠে ক্রিকেট ফিরে। তবে ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটু হলে ও রঙ বদলিয়েছে। যার আঁচ এসে পড়েছে আসন্ন ভারত সফরে। তবে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ‘ভারত সফর বানচাল করাই ক্রিকেটারদের উদেশ্য ছিলো ধর্মঘটের মাধ্যমে’।
ভারত সফরকে সামনে রেখে চলছে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সাথে একান্ত সাক্ষাৎকারে রীতিমত বোমা ফাটালেন বিসিবি বস। যেখানে তিনি উল্লেখ্য করেছেন, ‘ভারতে সিরিজ খেলতে যাওয়া নিয়ে এখনো বড় ধরণের ষড়যন্ত্র চলছে’।
সিরিজটা কেই বানচাল করতে চাইছে বা চাইছিলো? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতির উত্তর, ‘অবশ্যই। তামিম আমাকে প্রথমে বলেছিলো ও শেষ টেস্টটা খেলতে চাইছে না, কারণ ওই সময় ওর বাচ্চার ডেলিভারি। খেলোয়াড়দের সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তামিম আমার রুমে গিয়ে বলল, ‘আমি যাব (ভারতে) না।’ আমি বললাম, ‘মানে কি, তোমার সঙ্গে তো কথা হলো শেষেরটায় থাকবে না। তাহলে এখন যাবা না কেন?’ ও তবু বলল, ও যাবে না। এখন সফরে যাওয়ার আগমুহূর্তে যদি শুনি আর কেউ যাবে না, তাহলে কেমন লাগবে?’
বিসিবি সভাপতি মনে করেন এখনো ভারত সফর বানচালের ষড়যন্ত্র চলছে। তাছাড়া তিনি আরো উল্লেখ্য করেন শেষ মূহুর্তে এসে অনেকে বলে বসতে পারে ভারত সফরে যাবে না। তিনি বলেন এটি আমি কোনো বিশ্বস্ত সূএ থেকে বলছি না। ক্রিকেটাররা ৩০ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে বলে তিনি জানান।