ভারত বিশ্বকাপের প্রথম আপসেট, ইংলিশরা হারলো ৬৯ রানে

নিউজ ডেস্ক »

ভারত বিশ্বকাপের প্রথম আপসেটের জন্ম দিলো আসরের আন্ডারডগ আফগানিস্তান। দিল্লির অরুণ জেঠলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হার ৬৯ রানে। ব্যাটিংয়ের পর বোলিংয়ের বাজিমাত আফগানদের।

আফগানিস্তানের দেয়া ২৮৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক ইংলিশ ব্যাটার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে থাকেন। ৬৮ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড কোন বড় পার্টনারশিপই গড়তে পারেননি। বাটলার, লিভিংস্টোনরা উইকেটে সেট হয়েও ফিরে গেছেন উইকেট বিলিয়ে দিয়ে। ইংলিশদের হয়ে কেবল একা লড়ে গেলেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। একটা সময় মনে হয়েছিলো ইংল্যান্ড হয়তো ব্রুকের হাত ধরেই ম্যাচে ফিরবে। কিন্তু হতাশ করেছেন ব্রুকও। ৬১ বলে ৬৬ রান করে মুজিবের বলে আউট হন তিনি।

আফগানদের হয়ে ব্যাট হাতে শেষের দিকে ঝড় তোলা মুজিবুর রহমান বল হাতেও হয়েছেন সফল। ১০ ওভার বল করে ১ মেডেন সহ ৫১ রান খরচায় উইকেট নিয়েছেন ৩টি। এছাড়া রাশিদ খানের শিকারও ৩ ইংলিশ ব্যাটার। ৫৭ বল বাকি থাকতে ২১৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এটা দ্বিতীয় হারে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বাজে হারের পর বাংলাদেশকে ১২৭ রানে হারিয়েছিলো ইংল্যান্ড। আজ তৃতীয় ম্যাচে এসে আবার আফগানিস্তানের বিপক্ষে হারলো জস বাটলারের দল।

অন্যদিকে প্রথম দুটি ম্যাচে বড় হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো মোহাম্মদ নবী, মুজিবুর রহমানেরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »