ভারত-বাংলাদেশ ম্যাচ দেখা যাবে যেসব চ্যানেলে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অতি নিকটে বাংলাদেশ দলের ভারত সফর। আজ বিকেল ৩টায় ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। আগামী মাসের ৩ তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে সিরিজটি। প্রথমে টি-টোয়েন্টি ম্যাচ থাকায় আপাতত টি-টোয়েন্টি দলের সদস্যরাই ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে।

ভারত-বাংলাদেশ দ্বৈরথ নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই দেশের ভক্ত-সমর্থকদের মাঝে নানা উম্মাদনা। ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস এ সিরিজ নিয়ে জাঁকজমকপূর্ণ প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার কারণে, সিরিজটি ঘিরে চলছে আলাদা এক মহারণ।

এই সিরিজটির স্বত্ব আগে থেকে কেনা ছিলো স্টার স্পোর্টসের। স্টার স্পোর্টস ছাড়াও এ সিরিজ দেখানোর স্বত্ব কিনেছে বাংলাদেশী দুটি চ্যানেল। বাংলাদেশে জিটিভি ও চ্যানেল নাইনের পর্দায় দেখা যাবে এ সিরিজের ম্যাচগুলো। তাছাড়াও এ সিরিজটি দেখা যাবে, উপমহাদেশের বাইরের কিছু টিভি চ্যানেলে। ভারতীয় অনলাইন হটস্টার ও বাংলাদেশে দেখা যাবে র‍্যাবিটহোলের ওয়েবসাইটেও।

যেসব চ্যানেলগুলোতে দেখা যাবে ভারত-বাংলাদেশ সিরিজঃ-

বাংলাদেশঃ জিটিভি, চ্যানেলে নাইন, র‍্যাবিটহোল (লাইভ)।

ভারত ও উপ-মহাদেশঃ স্টার স্পোর্টস, হটস্টার (লাইভ)।

ইংল্যান্ডঃ স্কাই স্পোর্টস।

যুক্তরাষ্ট্রঃ উইলো।

অস্ট্রেলিয়াঃ ফক্স স্পোর্টস।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাঃ ওএসএন স্পোর্টস, হটস্টার, উইলো টিভি, সুপারস্পোর্ট (লাইভ)।

দক্ষিণ আফ্রিকাঃ সুপার স্পোর্টস।

মালয়েশিয়াঃ অ্যাস্ট্রো ক্রিকেট।

কানাডাঃ এটিএন ক্রিকেট প্লাস।

সিঙ্গাপুরঃ স্টার ক্রিকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »