ভারত-বাংলাদেশ মহারণ মাঠে বসে দেখবেন আইসিসি সভাপতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

Error: Contact form not found.

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভারত-বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচের মহারণে প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে থাকবেন শশাঙ্ক মনোহর।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশের প্রথমে ম্যাচে দুর্দান্ত জয়ের পর রাজকোটে পরাজয়, সিরিজে সমতায় ফিরে ভারত। ফলে নাগপুরে সিরিজের শেষ ম্যাচটি হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল।

ভারত-বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচটি জাঁকজমকপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। ভারত-বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থাকবেন বর্তমান আইসিসি নিয়ন্ত্রণ সংস্থার(আইসিসি) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। একই সাথে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

নাগপুর মনোহরের শহর। নিজের ব্যস্ত সময়ের বাইরে বেশির ভাগ সময় কাটান নিজ শহর নাগপুরে। ভারত-বাংলাদেশের উত্তেজনাপূর্ণ ম্যাচের মহারণ নিজ শহরের মাঠে বসে দেখবেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »