ভারত-নিউজিল্যান্ড ‘হেড টু হেড’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দুই বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মোকাবেলা করবে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড। মঙ্গলবার (০৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।

দু’দলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

এদিকে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগে দুই দলের মধ্যকার খেলাটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। তবে বিশ্বকাপ পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কিউইরা। তার আগে চলুন দেখে নেই ভারত-নিউজিল্যান্ড দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান;

বিশ্বকাপে হেড টু হেড:
ম্যাচ: ৭টি;
ভারত জয়ী: ৩টি;
নিউজিল্যান্ড জয়ী: ৪টি;
পরিত্যক্ত: নাই।

ওয়ানডেতে মুখোমুখি লড়াই:
মোট ম্যাচ: ১০৭টি;
ভারত জয়ী: ৫৫টি;
নিউজিল্যান্ড জয়ী: ৪৫টি;
টাই: ০১টি;
পরিত্যক্ত: ০৬টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »