সানিউজ্জামান সরল »
‘হার্দিক পান্ডিয়া’ ভারতের প্রতিভাবান এক পেস বোলিং অলরাউন্ডার। শেষদিকে ফিনিশারের ভূমিকায় প্রতিপক্ষ বোলারদের কাছে হার্দিক ছিলেন এক আতঙ্কের নাম। তাছাড়া তার বোলিংটাও ছিল বেশ কার্যকরী। বিশেষ করে, দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পটু ছিলেন তিনি। সেই হার্দিকই কিনা দলে জায়গা পাচ্ছে না!
যদিও প্রথমে ইনজুরিতে পড়ার কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন এই বিধ্বংসী অলরাউন্ডার। তবে ইনজুরি থেকে ফেরার পরও হচ্ছেন দল থেকে উপক্ষিত। আসন্ন নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে শীগ্রই সেদেশে পাড়ি জমাবে ভারত। এর আগে বিসিসিআই এ সফরের জন্য দল ঘোষণা করেছে। তবে চোট কাটিয়ে এখানেও জায়গা হয় নি হার্দিকের।
গত ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে হার্দিক পড়েছিলেন ইনজুরির কবলে। ফলে দীর্ঘদিন মাঠে বাইরে থাকেন তিনি। এই চোট থেকে বেরও হয়ে এসেছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় আবারো চোট বাঁধিয়ে বসেন এই অলরাউন্ডার। এতে আবারো মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। অক্টোবরের ৫ তারিখে হয় অস্ত্রোপচার।
সকল চোট নিরাময় করে নতুন বছরের প্রথম দিকেই ফেরার কথা ছিল হার্দিক পান্ডিয়ার। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তো দলে দেখা যায়ই নি, এমনকি নিউজিল্যান্ড সফরের দলেও রাখা হয়নি তাকে। চোট থেকে ফিরেও দলে জায়গা হচ্ছে না তার। যিনি কিনা একসময় একাদশে অটো চয়েস ছিলেন।
তবে কি এবার ভারত দলে হার্দিক পান্ডিয়া অধ্যায়ের সমাপ্তি ঘটছে? এমন প্রশ্ন জাগতেই পারে। কেননা চোট থেকে ফিরেও হার্দিক দলে জায়গা পাচ্ছেন না। যা বেশ অবাকই করছে সবাইকে। হার্দিকের দলে না থাকার যথাযথ কারণটাও জানা নেই।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পাণ্ডে, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শিভাম দুবে, কূলদ্বীপ যাদব, যুযবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, নবদ্বীপ সাইনি ও শার্দূল ঠাকুর।