নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দলে ডাক পেয়েছেন পৃথ্বী শ। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী এক ইনিংস খেলে জাতীয় দলে আবারও সুযোগ পেলেন ডানহাতি এ ব্যাটার।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে। বাকী দুই ম্যাচ যথাক্রমে ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৮, ২১ ও ২৪ জানুয়ারি।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের রঞ্জি ট্রফিতে দারুণ খেলেছেন হার্ড হিটার ব্যাটার পৃথ্বী শ। যেখানে ৩৮২ বলে ৩৭৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন এই ওপেনার। যার ফলে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডানহাতি এ ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান, (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।
এস.আর/নিউজক্রিকেট২৪