নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঐতিহাসিক ইডেন টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ৷ ২য় ইনিংসেও এমন কিছুরই আভাস দিচ্ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু শেষ পর্যন্ত ইডেন টেস্ট ২য় দিনে শেষ হচ্ছে না, ম্যাচ গড়িয়েছে ৩য় দিনে। আর এতেই যেন স্বস্তি পাচ্ছেন পেসার আল-আমিন হোসেন। ২য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫২/৬। পেসার আল-আমিন হোসেন মনে করেন ক্রিকেটে খারাপ দিন যাওয়াটা অস্বাভাবিক কিছু না। পরিস্থিতি অনুযায়ী তা মানিয়ে নেওয়া উচিত।
ইন্দোর টেস্টের পর কলকাতায়ও একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। তবে প্রথমবারের মত গোলাপি বলে খেলতে নেমে আরো বিবর্ণ বাংলাদেশ। কোন রকমে দুই দিনে টেস্ট হারের লজ্জা থেকে বাঁচা গেছে। আর এতেই কিছুটা হলেও স্বস্তির ঢেকুর তুলছেন বাংলাদেশি ক্রিকেটাররা এমনটাই বুঝা গেল আল-আমিনের কথায়।
২য় দিনের খেলা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে আসেন পেসার আল-আমিন। তিনি বলেন, “ক্রিকেটে ৬ বলে ৬ উইকেটও চলে যেতে পারে৷ আবার হ্যাট্রিকও হতে পারে। ক্রিকেটে এমন কিছু হতেই পারে। পরিস্থিতি অনুযায়ী আপনাকে মানিয়ে নেওয়া উচিত। আমাদের ব্যাটসম্যানরা সেটা পেড়েছে তবে অনেক পরে।”
আল-আমিন আরো বলেন, “আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি বেশি খেলি। সীমিত ওভারের ক্রিকেটে আমরা বেশ ধারাবাহিক। সে হিসেবে আমরা টেস্ট ম্যাচ খুবই কম পাই। তিন মাস আগে আমরা আফগানিস্তানের সাথে খেলেছি। আর এদিকে ভারত খেলতেই আছে, খেলতেই আছে। আমাদের এ ধরনের ম্যাচ যত বেশি খেলতে পারবো অভিজ্ঞতা ততোই বাড়বে এবং আমরা ভালোও করতে পারবো।”