ভারত-অস্ট্রেলিয়া টেষ্টের টিকেট যেন সোনার হরিণ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে, টি-২০ ও টেষ্ট সিরিজ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। তাদের টেষ্ট সিরিজ হবে আগামী ১৭ ডিসেম্বর, এর আগে খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ।

অস্ট্রেলিয়া থেকে প্রথম টেস্টের পরেই দেশে ফিরবেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তাঁর প্রথম সন্তান জন্ম নেবে তখন। ফলে স্ত্রীর পাশে থাকতেই এমন সিদ্ধান্ত। এই প্রথম টেষ্ট আবার গোলাপি বলে হবে। ফলে দর্শকের মাঝে আলাদা একটি আনন্দ কাজ করছে৷

এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে দর্শক ফেরতে চেষ্টা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনার ফলে এতদিন মাঠে দর্শক প্রবেশ করতে পারেনি। ফলে প্রথম টেষ্ট ম্যাচটিতে অ্যাডিলেডের মোট ধারণক্ষমতার অর্ধেক প্রায় ২৭ হাজার দর্শককে সরাসরি বসে খেলা দেখার সুযোগ দেওয়া হবে।

কিন্তু এই সংখ্যাটা এখন কম হয়ে যাচ্ছে৷ ভারতীয় ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী স্বমী আর্মির পরিচালক অঙ্গাধ সিং ওবেরয় জানায় এই সংখ্যাটা কম। তারা এটা বাড়ানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন ও আলোচনা করবে। কারণ তাদের টিকিটের জন্য বেশ আবেদন আসছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরার্ল্ডকে অঙ্গাধ সিং বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচটির টিকেটের জন্য মানুষ খুব আগ্রহ দেখাচ্ছে। আমাদের কাছে প্রচুর আবেদন এসেছে। চাহিদা তো অনেক বেশি কিন্তু এত টিকেট তো নেই৷ আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে এই বিষয়ে আলোচনা করছি। তারা বাস্তবতা দেখছে এবং আশ্বস্ত করেছে। দেখা যাক, ২৫ হাজারের থেকেও বেশি টিকেট দেওয়া হয় কিনা!’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »