ভারতে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তাসকিন-মুমিনুলরা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখনও ইংল্যান্ডে অবস্থান করলে বাংলাদেশ ‘এ’ দল খেলছে আফগানিস্তান ‘এ’ দলের সাথে সিরিজ। অন্যদিকে এরই মধ্যে বিসিবি একাদশ যাচ্ছে ভারতে একটি টুর্নামেন্ট খেলার জন্য।

আগামী ১০ জুলাই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাক্তার কে. থিম্মাপাইয়াহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ভারতের পক্ষথেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বিসিবি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে অধিকাংশ ক্রিকেটারেরই রয়েছে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। এ, বি, সি এবং ডি এই চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিবে দলগুলো। প্রতি গ্রুপে থাকা দলগুলো গ্রুপ পর্বের ৩টি ম্যাচে অংশ নিবে।

এক নজরে বিসিবি স্কোয়াড

জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, মুমিনুল হক, আবু জায়েদ চৌধুরি রাহী, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আরিফুল হক, সাদমান ইসসলাম, তাইজুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি, নাইম হাসান, নাজমুল হাসান শান্ত, শহিদুল ইসলাম, রবিউল হক, সাইফ হাসান।

উল্লেখ্য, বিসিবি একাদশ মাঠে নামবে ১০-১৩ জুলাই, ১৬-১৯ জুলাই এবং ২২-২৫ জুলাই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »