https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের সাথে প্রায় আড়াই বছর ধরে যুক্ত ছিলেন স্পিন বোলিং কোচ সুনিল যোশি। পুরোপুরি সফল না হলেও মোটামুটি সফল যে তিনি ছিলেন তা বলাই যায়।
বিশ্বকাপে বাংলাদেশ দলের ল্যাজেগোবরে পারফরম্যান্সের পর পুরো কোচিং স্টাফ ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নেয় বিসিবি। যেখানে চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি সুনিল যোশির সাথে। বাংলাদেশ থেকে নিজের তল্পিতল্পা নিয়ে নিজ দেশ ভারতের স্পিন কোচ হবার জন্য আবেদন করেছেন তিনি।
বাংলাদেশে থেকে অভিজ্ঞতা নেয়ার পর ভারতের কোচ হবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন যোশি। ‘আবেদন করেছি আমি। বাংলাদেশে আড়াই বছর সফলতার সাথে কাজ করার পর এখন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি আমি।’
এই মুহূর্তে ভারত দলের জন্য একজন স্পেশালিস্ট স্পিন কোচের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ‘ভারতের একজন স্পেশালিস্ট স্পিন কোচ নেই অনেক দিন ধরে। এখানে আমার অভিজ্ঞতা বিবেচিত হতে পারে বলে মনে করি। বেশিরভাগ দলের কোচিং স্টাফের দিকে তাকালে দেখবেন তাদের স্পিন/পেস বোলিং কোচ রয়েছে। ভারত দলের জন্যও এটা দরকার। এটা এখন সময়ের দাবি। এটা আমি অথবা অন্য কেউ হোক।’