নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। এই দলে সব থেকে বড় চমক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা তারকা রবি বিষ্ণোই। দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন তিনি। পাশাপাশি এই সিরিজে বিশ্রামে থাকবেন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি।
এদিকে হ্যামস্ট্রিংয়ে চোট ছিল রোহিত শর্মার। সাত সপ্তাহ রিহ্যাবে থাকার পর ফিটনেস পরীক্ষায় পাস করে তারপরে দলে রয়েছেন তিনি। ফলে সীমিত ওভারের সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া, দীর্ঘদিন পরে সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটেছে কুলদীপ যাদবের।
ভারতের ওয়ানডে সিরিজের দল: রোহিত, রাহুল, রুতুরাজ, ধবন, কোহলী, সূর্যকুমার, শ্রেয়স, দীপক হুডা, পন্থ, দীপক চাহার, শার্দূল, চহাল, কুলদীপ, ওয়াশিংটন, রবি বিষ্ণোই, সিরাজ, প্রসিদ্ধ এবং আবেশ।
ভারতের টি-টোয়েন্টি সিরিজের দল: রোহিত, রাহুল, ঈশান কিশন, কোহলী, শ্রেয়স, সূর্যকুমার, পন্থ, বেঙ্কটেশ আয়ার, দীপক চাহার, শার্দূল, রবি, অক্ষর, চহাল, ওয়াশিংটন, সিরাজ, ভুবনেশ্বর, আবেশ, হর্ষল পটেল।