ভারতের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হ্যামিল্টনে নারী বিশ্বকাপে ভারতের কাছে আজ ১১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২২৯ রান করেছে ভারত নারী দল। জবাবে ১১৯ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারায় তারা। শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে কেবল ওপেনার মুরশিদা খাতুনই (১৯) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। লতা ফিরে গেছেন ২৪ রানে। সালমার ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৩২ রান। শেষদিকে রিতু মনি করেন ১৬ রান। ভারতের মেয়েদের হয়ে ৩০ রান খরচায় চার উইকেট তুলে নেন অফ-স্পিনার স্নেহ রানা।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ভারতের মেয়েরা তোলে ৭৪ রান। ৩০ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান নাহিদা আক্তার। দলীয় ৭৪-এ আরও দুই উইকেট হারায় ভারত। আরেক ওপেনার শেফালি বার্মা ৪২ রান করে রিতু মনির শিকারে পরিণত হন।

চারে নামা মিতালি রাজকে এর পরের বলেই ফেরান রিতু। ফলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ভারতের অধিনায়ক। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত। তবে সমান তালে রানও তুলতে থাকে তারা।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত নারী দল- ২২৯/৭ (৫০ ওভার)
(ভাটিয়া ৫০, শেফালি ৪২; রিতু ৩/৩৭)
বাংলাদেশ নারী দল- ১১৯/১০ (৪০.৩ ওভার)
(সালমা ৩২, লতা ২৪; রানা ৪/৩০)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »