https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বর্তমানে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সকলের কাছেই পরিচিত মুখ রিশাব পান্ত। সাবক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে সবার আগে রিশাব পান্তের নামটাই উচ্চারিত হচ্ছে। তবে সাদা পোশাকে উজ্জ্বল থাকলেও রঙিন পোশাকে কিছুটা ম্লান পান্তের পারফরম্যান্স।
মহেন্দ্র সিং ধোনি লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকার ফলে জাতীয় দলের হয়ে ভরসা এখন পান্তই। তবে ব্যাটিং গড় হিসেব করলে দেখা যায় টি-২০তে ১৯ ইনিংসে মাত্র ২টি ফিফটির দেখা মিলেছে তার ব্যাট থেকে! তাই সমালোচনা সহ্য করতে হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
এমন সময় পান্তের পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলি। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে এক কলামে গাঙ্গুলি লেখেন, ‘পান্তের শট সিলেকশনের ব্যাপারে নানা ধরণের কথাবার্তা চলছে। এটা যৌক্তিক বলেই আমার মনে হয়। তবে এটাও বুঝতে হবে যে, সময়ের সাথে সাথে সে শিখবে ও নিজেকে পরিণত করবে।’
‘কোহলির কাছে এখন তরুণ একটি ব্যাটিং ইউনিট আছে। অধিনায়কের কাছ থেকে তাদের যথাযথ সমর্থন প্রয়োজন। এখানে সবার উপরে পান্তের নাম থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে তার অন্তর্ভূক্তিটা দারুণ ছিল। ভারতের সব ফ্রম্যাটের সমধান হবে পান্ত। সত্যিকারের ম্যাচ উইনার ও লম্বা দৌড়ের ঘোড়া সে।’– বলেন গাঙ্গুলি