নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত কালকের ২৭৩ রানে ৩ উইকেটের পর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত। ইনিংসের ১১৮ তম এবং দিনের ২২ তম ওভারে সাউথ আফ্রিকাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন কেশভ মহারাজ। দলীয় ৩৭৬ রানে আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে ১৭৮ রানের ভয়ংকর হয়ে ওঠা জুটি ভাঙেন মহারাজ। ডি ককের গ্লাভ’স বন্দি হওয়ার আগে ১৬৮ বলে ৫৯ রানে ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান আজিঙ্কা রাহানে।
রাহানে ফিরে যাওয়ার পর দ্রুত রান তুলতে থাকেন রবিন্দ্র জাদেজা এবং অধিনায়ক ভিরাট কোহলি। দুজনের ২০৫ বলে ২২৫ রানের জুটিতে রানের পাহাড় গড়ে ভারত। এর আগে ২৯৫ বলে ক্যারিয়ারের ৭ম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
অন্যদিকে, ওয়ানডে মেজাজে খেলে ৭৮ বলে ফিফটি তুলে নেন জাদেজা। এর পর আরও ভয়ংকর হয়ে ওঠে কোহলি-জাদেজা জুটি। ৭৮ বলে ৫১ রান থেকে পরের ২৬ বলে ৪০ রান যোগ করে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৯১ রানে আউট হোন জাদেজা। ভিরাট কোহলিও তার শেষ ৫৪ রান করেন মাত্র ৪১ বলে। জাদেজার আউটের পরেই ৬০১ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উমেশ জাদবের বোলিং তোপে বিপাকে পড়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দিন শেষে আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। দ্বিতীয় দিন শেষে ভারতের থেকে ৫৬৫ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা, হাতে আছে মাত্র ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৬০১/৫ (ডিক্লেয়ার) (১৫৬.৩)
ভিরাট কোহলি ২৫৪*(৩৩৬), মায়াঙ্ক আগারওয়াল ১০৮(১৯৫)।
কাগিসো রাবাদা ৩০-৩-৯৩-৩, কেশভ মহারাজ ৫০-১০-১৯৬-১।
দক্ষিণ আফ্রিকাঃ ৩৬/৩(১৫)
ডি ব্রায়ান ২০(৩৮), বাভুমা ৮(১৫)।
উমেশ জাদব ৪-১-১৬-২, মোহাম্মদ সামি ৩-১-৩-১.