ভারতের বোলিং তোপে ফলোঅনে পড়ার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পুনেতে অনুষ্ঠিত ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে ভারতের রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকার এক ধরনের অসহায় আত্মসমর্পন । উমেশ যাদব, সামি ও অশ্বিনদের বোলিং তোপে ফলোঅনে পড়ার শঙ্কায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

এর আগে ভিরাট কোহলির ডাবল সেঞ্চুরি ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ৬০১ রান করে ইনিংস ঘোষণা করো ভারত। বিশাল বড় রানের পাহাড়কে টেক্কা দিতে শুরু থেকেই ব্যর্থ সফরকারীরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফ্রিকা। গতকালের ৩৮ রানে ৩ উইকেট নিয়ে আজকের সেশন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান নর্টজে ও ডি ব্রুইন।

তবে সকালের শুরুতে ভারতের পেস আক্রমণে বড্ড দিশে হারা সফরকারীরা ৫০ রানেই হারিয়ে বসে টপ অর্ডারের ৫ জনকে। সেখান থেকে ডি কক ও ডু প্লেসিস প্রতিরোধ করার চেষ্টা করলেও পারেননি বেশি দূর যেতে। ৬৪ রান করে করে ফিরে যান ডু প্লেসিস আর ৩১ করে ফেরেন ডি কক। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ১৯৭ রান। ২৩ রানে অপরাজিত আছেন ফিল্যান্ডার ও ২১ রানে অপরাজিত আছেন মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর কার্ড:

ভারত : ৬০১/৫ ডিক্লে, কোহলি ২৫৪* রাবাদা ৩/৯৭
দ. আফ্রিকা: ১৯৭/৮, ডু প্লেসিস ৬৪, উমেশ যাদব ৩/৩২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »