ভারতের বোলিং কোচ হতে চাইঃ শোয়েব আখতার

নিউজ ডেস্ক »

ভারত-পাকিস্তানের সম্পর্কটা রাজনীতি কিংবা খেলাধুলা সবখানেই বরাবর বৈরী। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার তাদের শত্রুর দেশ ভারতের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন । তিনি জানিয়েছেন ভবিষ্যতে যদি এমন প্রস্তাব পান তবে কোচ হতে তার কোনো সমস্যা নেই।

স্যোসাল নেটওয়ার্কি অ্যাপ ‘হ্যালো’তে শোয়েব এই ইচ্ছার কথা প্রকাশ করেন। সুযোগ পেলে আরও আক্রমণাত্মক, গতি ও ধৃষ্ট পেস বোলিংয়ের কৌশল শেখাবেন তিনি।

শোয়েব বলেন, ‘অবশ্যই আমি ভারতের কোচ হবো যদি সামনে কখনো সুযোগ আসে। আমার কাজই হচ্ছে যেটা শিখেছি সেটা বিরতণ করা। আমি যা শিখেছি তা সবার মাঝে বিলিয়ে দিতে চাই। আমি বোলারদের আরও আক্রমণাত্বক, গতি ও আরও ধৃষ্টতা সম্পন্ন করে গড়ে তুলবো। সবাই যেন খেলাটা আরও উপভোগ করতে পারে।’

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সেরও কোচ হওয়ার কথা জানান পাকিস্তানের এই সাবেক স্পিড স্টার।

বাংলাদেশ সময়ঃ ৫:০৬ পিএম
নিউজক্রিকেট২৪/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »