নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত প্রমীলা দল বনাম বাংলাদেশ প্রমীলা দলের মধ্যকার ৫ ম্যাচ টি২০ সিরিজের ৫ম ম্যাচে আজ সিলেটে ২১ রানে পরাজয়ের মাধ্যমে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
সিলেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনার শেফালী বার্মা ১৪ বলে ১৪ রান করে ফিরলেও অপর ওপেনার স্মৃতি মান্ধানা ২৫ বলে ৩৩ রান করেন। হেমালতা ২৮ বলে ৩৭, হারমানপ্রিত কৌর ২৪ বলে ৩০ ও রিকা ঘোষ ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেললে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে ভারতের ইনিংস।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও নাহিদা আকতার। ১ উইকেট শিকার করেন সুলতানা খাতুন।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাধা যাদবের বোলিং তোপে পড়ে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। ২১ রানে জয় তুলে নেয় ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৭ রান করেন রিতু মনি। ২১ বলে অপরাজিত ২৮ রান করেন শরিফা খাতুন। ২১ বলে ২০ রান করেন রাবেয়া হায়দার। ভারতের হয়ে যাধা যাদব ৩ ও আশা সোবাহানা ২ উইকেট শিকার করেন।
৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন রাধা যাদব। একই সাথে সিরিজে ১০ উইকেট শিকার করে সিরিজ সেরাও হয়েছেন এই ক্রিকেটার।