ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে নেই মাহমুদউল্লাহ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে ভুগছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত সেরে ওঠায় ভাগ্যক্রমে জায়গা পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। ১৫ সদস্যের স্কোয়াডে থাকা পঞ্চপাণ্ডবের এই সদস্য ব্যাট হাতে নামতে পারলেও তাকে দিয়ে বল করানো হয়নি কোনো ম্যাচে। কেননা ইনজুরি যদি বেড়ে যায় তাহলে হয়তো মিস করতে পারেন পুরো টুর্নামেন্টই।

তবে বাংলাদেশ দলের সব শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ পড়েছেন কাফ মাসেলের ইনজুরিতে। ফলে মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না তাকে এমন কথা জানিয়েছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নান্নু জানান, ‘মাহমুদউল্লাহ বর্তমানে যে অবস্থার মধ্যে রয়েছে আগামী ম্যাচে সে খেলতে পারবে না। কেননা তার ফিটনেস এখন আপ টু দ্য মার্ক নয়। যেহেতু তার ইনজুরি রয়েছে সেহেতু কিছুই করার নেই। পরের ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই।’

‘তার জায়গায় কে খেলবে সেটা এখনও আলোচনা করা হয়নি। অনুশীলন শেষে টিম মিটিংয়ে বসবে তারপর সেখানে আলোচনা করা হবে। অবশ্যই একজন ব্যাটসম্যানই খেলবে।’

অর্থাৎ নান্নুর কথায় যে ইঙ্গিত পাওয়া যায় সেখানে অপশন রয়েছে দুইটি মিঠুন এবং সাব্বির। মিঠুন যেহেতু আস্থার প্রতিদান দিতে পারেননি তাই ভারতের বিপক্ষে একাদশে যুক্ত হতে পারেন হার্ড হিটার সাব্বির রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »