ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বার্মিংহামে ভারত গত ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। এখানকার উইকেট তাই বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি চেনা থাকারই কথা টিম ইন্ডিয়ার। শুধু চেনা থাকলেই যে ভারত উইকেট থেকে বেশি সুবিধা নিতে পারবেন এমন কথা মানতে নারাজ টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

‘দুই দলই একই মাঠে খেলবে। এখানে এক দল বেশি বেনিফিট পাবে এটা ভাবা ঠিক নয়। তারা আগেরদিন এই উইকেটেই খেলে গেছে। তাদের স্পিন বিভাগ অনেক শক্তিশালী। ইংল্যান্ডের পরিকল্পনা দেখে আমাদের পরিকল্পনা করা উচিত হবে না। আমাদের পরিকল্পনা আমাদের শক্তি অনুযায়ী করতে হবে।

এদিকে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে টস এমনটাই ধারণা মাশরাফি বিন মুর্তজার। ‘ব্যবহৃত পিচে সবাই টসের দিকেই তাকিয়ে থাকবে। আমরা যে দলের বিপক্ষে খেলতে যাচ্ছি তারা রান তাড়া করতে পছন্দ করে। আগে কিংবা পরে যখনি ব্যাট করুক তারা শক্তিশালী। গতকাল (পরশু) সংগ্রাম করে ব্যাটিংয়ে ৩০৬ স্কোর পর্যন্ত টেনে নিয়ে গেছে। টস জিতে ব্যাট করলে আপয়াঙ্কে বড় স্কোর গড়তে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »