ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তামিমের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।কুঁচকির চোটের কারণে ২ সাপ্তাহের জন্য ছিটকে গেলেন চাটগাঁইয়া নবাব।

৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। আগামী ৪ ডিসেম্বর মিরপুরের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সিরিজ শুরুর আগ মুহূর্তে অধিনায়ক তামিমের ছিটকে যাওয়াটা বেশ বড়সড় ধাক্কা টাইগারদের জন্য।

শুধু তামিম নন! কোমরের ইনজুরির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মিস করতে যাচ্ছেন দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহম্মেদও।

নিয়মিত অধিনায়ক তামিম এই সিরিজে না থাকায় ভারত সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। যদিও অফিশিয়াল ভাবে বিসিবি থেকে এখনো নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি।

তামিমের নেতৃত্বে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ ওয়ানডে দল। ক’দিন আগেই আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেটও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের ইনিংস উদ্বোধনের ত্রাতা হিসেবে ভুমিকা রেখে আসছেন দেশসেরা এই ব্যাটার।আর তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে তামিমকে হারানো বিশাল ধাক্কা টাইগার শিবিরের জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »