নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশীপের এবারের আসরে এখনো অব্দি ৩টিতে দল জয় পেয়েছে বাংলাদেশ আর হেরেছে ৩টিতে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।যার ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে শান্ত বাহিনী।
বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতের মাটিতে। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে শান্তরা। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।ধারাবাহিকতা বজায় রেখে এই সিরিজেও ভালো করতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।
টাইগারদের বোর্ড সভাপতি ফারুক আহমেদ বিশ্বাস করেন, ছেলেরা ছোট ভুলগুলো এড়াতে পারলে এবং নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারলে ভারতেও টেস্ট ম্যাচ জিততে পারবে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর কানপুরে পহেলা অক্টোবর থেকে হবে দ্বিতীয় টেস্ট।
ভারতের বিপক্ষে সিরিজ জিতার প্রত্যাশা ব্যক্ত করে বিসিবি সভাপতি জানান: ভারত শীর্ষ দলগুলোর মধ্যে একটি। সেরাদের বিরুদ্ধে খেলা সহজ নয়। আমাদের খেলোয়াড়রা একটি বড় খেলা জিতেছে এবং তারা বিশ্বাস করে যে তারা বিদেশেও টেস্টে ভালো করতে পারবে। এই মানসিকতা তাদের ভারতে ভালো করতে সহায়তা করবে। তারা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করে এবং সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। আমি আশা করব তারা যেন তাদের সহজাত খেলাটাই খেলে। ছোট ভুলগুলো যেন না করে।’