নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পূর্বেই, অন্যদিকে ভারত টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা করেছে। সাথে কোহলির টি-টোয়েন্টিতে বিশ্রামের গুঞ্জনটি সত্যতে পরিনত হয়েছে। রোহিত শর্মাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল করেছে ভারত, তবে টেস্টে ফিরবেন বিরাট কোহলি।
টি-টোয়েন্টি দলে নতুন মুখ স্যাঞ্জু স্যামসন, শিভাম দবে। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে উজ্জ্বল ছিলেন, সেখানে অপরাজিত ২১২ রানের ইনিংস ও খেলেন। কেরালার হয়ে খেলেন স্যামসন ও মুম্বাইয়ের হয়ে শিভাম দবে।
ভারতের টি-টোয়েন্টি ও টেস্ট স্কোয়াডে যারা রয়েছে-
টি-টোয়েন্টি স্কোয়াডঃ- রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনীশ পাণ্ডে, শ্রেয়াস আয়ার, শিভাম দুবে, সঞ্জু স্যামসন, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর।
টেস্ট স্কোয়াডঃ- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, ঋষভ পন্ত, আজিঙ্কা রাহানে, হনুমান ভিহারি, ঋদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও শুবমান গিল।