https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতের বিশ্বকাপ মিশন শেষে নানা বিতর্ক ঘিরে ধরে দলটিকে। একদিকে রোহিত শর্মার সাথে শীতল সম্পর্ক কোহলির অন্যদিকে কোচ রবি শাস্ত্রীকে নিয়ে ওঠে গুঞ্জন। সেই গুঞ্জন সত্যি হয় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্ত্রীর সাথে চুক্তির মেয়াদ না বাড়ালে। বিশ্বের অন্যরম প্রভাবশালী বোর্ডের পক্ষ থেকে কোচ নিয়োগের বিজ্ঞপ্তিতে আবাদনের সংখ্যা ছাড়িয়ে যায় দুই হাজারেরও বেশি!
অন্যদিকে আইপিএলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পরামর্শক হিসেবে থাকা সাবেক ভারতীয় গ্রেট সৌরভ গাঙ্গুলি এবার কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভারত জাতীয় দলের।
ভারতীয় বোর্ডের সাথে সম্প্রতি তার কিছুটা দ্বন্দ্ব থাকলেও সেটাকে পাশ কাটিয়ে নিজেই কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি জাতীয় দল এখন উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় কোচের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ক্রিকেটারদের খেলায় মনোযোগ দেয়ার পরামর্শও দিয়েছেন সাবেক এই অধিনায়ক।