ভারতের করোনা মোকাবেলায় ঐক্যের ডাক বাবরের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে করোনার প্রকোপ হুহু করে বাড়তে শুরু করেছে ভারতে । দেশটিতে অক্সিজেনের অভাবে মুহূর্তেই শতশত প্রাণ ঝরে যাচ্ছে অকালে। এমন পরিস্থিতিতে ভারতকে অভয় দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ভারতের অক্সিজেন স্বল্পতা নিয়ে পাকিস্তানের মানুষের আহাজারির শেষ নেই, যা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পাকিস্তানের বিভিন্ন সেক্টরের তারকারা সব বিভেদ ভুলে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

সেই কাতারে এবার যুক্ত হলেন বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সবাইকে করোনা মোকাবেলায় নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রার্থনারত কোটি কোটি হৃদয়ের সাথে নাম লিখিয়েছেন নিজের।

এক টুইট বার্তায় বাবর বলেন,”এমন বিপর্যয়ের সময়ে ভারতের মানুষের জন্য দোয়া করছি। এখন সময় একতাবদ্ধ হওয়ার এবং এক হয়ে দোয়া করার। সেই সঙ্গে আমি সব মানুষকে অনুরোধ করছি সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার। এটা আমাদের সুরক্ষার জন্যই। একসঙ্গে এটা আমরা করে দেখাতে পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »