নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম বারের মতো বাংলাদেশ ও ভারত গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলছে। তবে গোলাপি বলের ম্যাচটি বাংলাদেশ রাঙ্গাতে না পারলেও ভারত তা ঠিকই করছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও একই দশা বাংলাদেশের।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০.৩ ওভারে মাএ ১০৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সাদমান। ভারতের পেস অ্যাটাকের সামনে ছিন্নভিন্ন হয়ে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ।
অন্যদিকে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করেছে। দিবারাত্রি গোলাপি বলে প্রথম শতকের দেখা পান বিরাট কোহলি, খেলেছেন ১৩৬ রানের ইনিংস। তাছাড়া পূজারা ৫৫ ও রাহানে ৫১ রানের ইনিংস খেলে। বাংলাদেশ থেকে ২৪১ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯ রান করা সাদমান ফিরে যান ০ রানে। তবে এখন বাংলাদেশের সংগ্রহ ৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ ২৪ রান। ৪টি উইকেট সাদমান ০, মুমিনুল ০, ইমরুল ৫ ও মিথুন ৬। ইশান্ত নেন ৩টি ও উমেশ যাদব ১টি।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
বাংলাদেশ- ১০৬ এবং ২৪/২ (৮.১)*
ভারত- ৩৪৭/০৯