ভারতকে পাল্টা হুমকি দিলো পাকিস্তান!

মমিনুল ইসলাম »

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলা হওয়ায় অনেক বছর পাকিস্তানে নিষিদ্ধ ছিলো ক্রিকেট। তবে এখন পাকিস্তানে ক্রিকেট ফেরাতে আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান। নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা চলতে থাকা পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ । গুঞ্জন শোনা গিয়েছিলো বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজন করার সুযোগ দিয়ে এই সফর নিশ্চিত করে পিসিবি। তবে এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে পিসিবি।

দীর্ঘদিন ঝুলে থাকা বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ায় গুঞ্জন উঠেছিলো বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজন করতে দিয়ে এই সফর নিশ্চিত করেছে পিসবি। তবে এমন গুঞ্জনকে নাকোচ করে দিয়ে পিসিবি জানিয়েছে তারাই এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী আর তাঁরাই করবে। আর বাংলাদেশের সাথে এই সফর নিয়ে কোন চুক্তি হয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজিত হবে এশিয়া কাপ। তবে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যেতে আগ্রহী নন ভারত। তবে তাদের নিয়ে ভাবছে পাকিস্তান। ভারতের জন্য দুই ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের করতে চায় পাকিস্তান । পাকিস্তান, দুবাই কিংবা পাকিস্তান আবুধাবি মিলে এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী। তবে ভারত তাতেও যদি রাজি না হয় তাহলে ভারতের মাটিতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না পাকিস্তান এমনই হুমকি দিয়েছে পিসিবি।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আমরা আপাতত দুই ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করার কথা ভাবছি। তবে তাতেও যদি ভারত রাজি না হয় তাহলে ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমরাও ভারত যাবো না।’

গুঞ্জন উঠেছিলো বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপ তবে না নাকোচ করে দিয়ে পিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে খেলতে আসবে আর এটার জন্য এশিয়া কাপ তাদের আয়োজন করতে দিবো এমন কোন চুক্তি হয়নি আমাদের। এটা পিসিবি ছেড়ে দেয়ার কোন অধিকার রাখে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আয়োজক দেশই কেবল ছাড়ার অধিকার রাখে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »