https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপ মানেই যেন ক্রিকেট ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা। নিজ দলকে সমর্থন দিতে কতকিছুই না করে থাকেন ভক্তরা। এক্ষেত্রে অবশ্য বেশ বড় ভূমিকাই রাখে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্বদেশী টিভি চ্যানেল। নিজ দেশকে সমর্থন জানিয়ে হরেক রকম বিজ্ঞাপনের পসরা সাজান তারা।
আর ক্রিকেট নিয়ে বিজ্ঞাপন তৈরিতে কিছুটা এগিয়ে সম্ভবত ভারতীয় মিডিয়া। নিজ দেশকে সমর্থন জানানোর পাশপাশি প্রতিপক্ষকেও ব্যাঙ্গ করতে ভুলে না তারা। যেমন কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন তৈরি করেছিল ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
সেই বিজ্ঞাপনের পাল্টা জবাব যে পাকিস্তানও দিতে পারে সেটিই এবার দেখা গেল। ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের অবস্থান দুই মেরুতে। ফলে কিছুদিন আগে ভারতীয় ৪০ সেনা সদস্য হত্যার ঘটনায় উত্তেজনাও ছিল চরমে। সেই ঘটনার জেরে পাকিস্তানে আটক করা হয়েছিল ভারতীয় পাইলট অভিনন্দনকে। ওই সময় বেশ আলোচিত ছিল ঘটনাটি। সেই অভিনন্দনকে নিয়েই বিজ্ঞাপন তৈরি করেছে পাকিস্তান।
বিজ্ঞাপনটিতে দেখা যায়, পাইলট অভিনন্দনকে (অভিনন্দনের মত দেখতে) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। তাকে যখন জিজ্ঞেস করা হয় ভারত পাকিস্তান ম্যাচে টস জিতবে কে তখন সে জবাবে বলে জানে না। সেরা একাদশে কারা কারা থাকবে এমন প্রশ্নের জবাবও দিতে পারে না অভিনন্দন। শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয় চা কেমন হয়েছে। অভিনন্দন যখন বলে চা ভালো হয়েছে তখন তাকে যেতে বলা হয়। হাতে কাপ নিয়েই অভিনন্দন চলে যেতে চাইলে তাকে বলা হয় কাপ রেখে যাওয়ার জন্য।
Jazz TV advt on #CWC19 takes the Indo-Pak air duel to new level. It uses the air duel over Nowshera and Wing Co Abhinandan Varthaman's issue as a prop. @IAF_MCC @thetribunechd @SpokespersonMoD @DefenceMinIndia pic.twitter.com/30v4H6MOpU
— Ajay Banerjee (@ajaynewsman) June 11, 2019
পাকিস্তানের এমন বিজ্ঞাপন তৈরির পর থেকে ভারতীয় ক্রিকেট ভক্তরা মেতেছেন সমালোচনায়। তবে ভারতের বিতর্কিত বিজ্ঞাপন তৈরির জবাবটা যে পাকিস্তান চোখেমুখেই দিয়েছে এতে কোনো সন্দেহ নেই।