ভাতা বন্ধ হয়ে গেল পাকিস্তানের নারী ক্রিকেটারদের –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। ম্যানেজমেন্ট থেকে একের পর এক কড়া সিদ্ধান্ত আসছে। এবার নতুন করে আরো একটি বড় সিদ্ধান্ত নিয়েছে পিসিবি! এইবার নারী ক্রিকেটারদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির নারী ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়া বাবদ দৈনিক যে ভাতা পেতেন তা বন্ধ করে দেয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান নারী দলের সিরিজ সামনে। এরই মধ্যে ক্যাম্প শুরু করেছেন তারা। এর মধ্যেই পিসিবি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে ভাতা বন্ধ করে দেয়া হলেও তাদের আবাসন ও তিন বেলা খাবারের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে ।

এই বিষয়টি নিয়ে পিসিবির এক কর্মকর্তা জানান:খেলোয়াড়দের দৈনিক ভাতা দেয়া হচ্ছে না। কারণ বোর্ড এখন তাদের আবাসন এবং দিনে তিন বেলা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »