ভবিষ্যতে আর কখনো অধিনায়ক হতে চান না মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় মরুভূমিতে পড়ে থাকা বাংলাদেশ দলটা আজকের এই অবস্থানে আসার পিছনে যতজন প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন তাঁর মাঝে মুশফিকুর রহিম অন্যতম একজন। বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রিকেট বিশ্বে এক পরাশক্তি হিসেবে গড়ে তোলা পঞ্চপান্ডবের একজন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

১৪ বছর ধরে খেলছেন বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে ইতিমধ্য খেলে ফেলেছেন ২১৬ ওয়ানডে, ৬৬ টেষ্ট ও ৭৭ টি- টুয়েন্টি। ওয়ানডে,টেষ্ট ও টি-২০ মিলিয়ে খেলেছেন ৩৬৯ আন্তর্জাতিক ম্যাচ যেখানে তার রান ১১ হাজারের উপরে। তার এই ভালো খেলার পুরষ্কার হিসেবে অধিনায়কত্বও করেছেন বাংলাদেশের হয়ে। বাংলাদেশের টেষ্ট ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক মুশফিকুর রহিম যার অধিনায়কত্বে এসেছে সবচেয়ে বেশি জয়।

২০১৭ সালে সাকিবের হাতে অধিনায়কত্ব তুলে দেয়ার আগ পর্যন্ত জয় এসেছিলো ৯ টি ম্যাচে। এছাড়াও ওয়ানডে তে ও টি-২০ তে অধিনায়ক ছিলেন প্রায় তিন বছর। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার গুঞ্জন উঠেছে বিদায় নিয়ে। তার বিদায়ে কার উপর গিয়ে পড়ছে ওয়ানডের অধিনয়াকত্ব তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে অধিনায়ক হিসেবে প্রস্তাব ও পেয়েছিলেন মুশফিক কিন্তু তা তিনি ফিরিয়ে দিয়েছেন।

মুশফিক আরও বলেন, “আমার কাছে প্রস্তাব এসেছিল। আন্তরিকভাবেই আমি বিসিবিকে না করেছি, আমার মনে হচ্ছে অধিনায়ক হিসেবে আমার আর দেওয়ার কিছু নেই। ভবিষ্যতেও আমি আর অধিনায়ক হতে চাইনা।” তিনি একটু নির্ভার হয়ে খেলার জন্যেই নিতে চান না অধিনায়কত্ব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »