নিউজ ডেস্ক »
ক্রিকেট বিশ্বের প্রতিটা খেলোয়াড়ের নিজেদের একক সমর্থকগোষ্ঠি থাকে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ মনের অজান্তেই একটি খেলোয়াড়কে অন্যান্যদের চেয়ে বেশিই ভালবাসে। বাংলাদেশ ক্রিকেটেও তা ব্যাতিক্রম নয়। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার বিশেষ করে মাশরাফি, তামিম, সাকিব, মুশফিকদের আলাদা সমর্থকগোষ্ঠি রয়েছে। তবে নিজেদের প্রিয় ক্রিকেটারকে বেশি সম্মান দিতে গিয়ে অন্য ক্রিকেটারদের যেন হেয় করা না হয়, সেদিকে খেয়াল রাখতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন মাশরাফি-তামিমরা।
করোনা সঙ্গটকালে গৃহবন্দী মানুষদের মনে কিছুটা প্রশান্তি এনে দিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিয়াই অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে বেশ কিছু লাইভ শো’য়ের আয়োজন করেন। তাতে বেশ সাড়া পেয়েছেন তামিম। দেশি ক্রিকেটারদের পাশাপাশি অনেক বিদেশি তারকা ক্রিকেটার এই লাইভগুলোতে যোগ দেন। গতকাল ছিল তামিমের সর্বশেষ শো। গতকাল লাইভে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব খ্যাত দলের সবচেয়ে সিনিয়র পাঁচ ক্রিকেটারের চার জন মাশরাফি, তামিম, মুশফিক ও রিয়াদ। সাকিব আমেরিকায় থাকায় ব্যক্তিগত কিছু কারণে ঐ লাইভে উপস্থিত হতে পারেনি। লাইভের শেষে দর্শক-সমর্থকদেরও একে অপরের প্রতি আক্রমণাত্মক না হওয়ার অনুরোধ জানান তারা।
এই প্রসঙ্গটি প্রথমে তুলে ধরে তামিম বলেন, ‘তামিমিয়ান, মাশরাফিয়ান, সাকিবিয়ান- এমন আলাদা গ্রুপ রয়েছে প্রত্যেক ক্রিকেটারের। সব দর্শকের পছন্দের খেলোয়াড় থাকবে। তবে ইদানিং দেখা যাচ্ছে এই গ্রুপের কারণে একেকজন খেলোয়াড়ের প্রতি আক্রমণ করা হয়। আমি অনুরোধ করব- গ্রুপ আছে ভাল কথা, তবে আপনারা একে অন্যকে আক্রমণ করবেন না। আপনারাও আমাদের মত ভাই-বন্ধু হয়ে থাকেন। একজনের সমর্থক আরেকজনের সমর্থকদের গালি দিবেন না।’
তামিমের এই কথার সাথে আরো যোগ করেন মাশরাফি বলেন, ‘অনেকদিন এই ব্যাপারটি মাথায় আসছে। আসলে আমরা নিজেরাই আমাদের ক্ষতি করছি। বাইরের কেউ এসে আমাদের ক্ষতি করবেনা। দেখা যাচ্ছে আমার ভক্ত তামিমকে গালি দিচ্ছে, মুশফিকের ভক্ত আমাকে গালি দিচ্ছে।’ সমর্থকদের কাছে মাশরাফির অনুরোধ, ‘গালি দিলে সবাইকে একসাথে দেন। খেলা নিয়ে সমালোচনা করেন। বিশেষ পছন্দ থাকতেই পারে। কিন্তু নির্দিষ্ট প্লেয়ারদের বেচে নিয়ে বাকিদের গালি দিবেন না।’
তাছাড়া এ নিয়ে রিয়াদ বলেন, ‘আপনারা কাদা ছুড়াছুঁড়ি করবেন না, এতে কাদা নিজের গায়েই লাগে। ভালোর কোন বিকল্প নেই। আপনি কাউকে শ্রদ্ধা করলে আপনিও শ্রদ্ধা পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’
রিয়াদের সুরে তাল মিলিয়ে মুশফিকও একই কথা বলেন, ‘আমরা মাঠে অনেক সময় সফল হই না। তবে দল কখনো একক ক্রিকেটারের জন্য হারেনা। দলে প্রতিটা ক্রিকেটারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আমি বলব, কাদা ছুড়াছুঁড়ি করে লাভ নেই। আমি কখনোই চাইব না, আমার কোন ভক্ত মাশরাফি ভাই, তামিম বা রিয়াদভাইদের সম্পর্কে খারাপ কিছু বলুক।’
বাংলাদেশ সময়ঃ ৯:৫৫ পিএম
নিউজক্রিকেট/এমএস