https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশ দলের স্বপ্ন ছিল কমপক্ষে সেমি ফাইনাল পর্যন্ত যাওয়া। শুরুটাও দুর্দান্ত করেছিল বাংলাদেশ দল। তবে সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়েছে মাশরাফি বাহিনী।
মূলত ব্যাটিং বিভাগের দায় কোনোভাবেই এড়াতে পারে না বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। তাছাড়া ছন্নছাড়া বোলিং এবং ফিল্ডিংয়ের দুর্দশার চিত্রও লক্ষ্য করা গিয়েছিল টাইগারদের স্কোয়াডে।
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিজেদের বিশ্বকাপ মিশন নিয়ে তার টুইটার অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তার মাধ্যমে জানালেন নিজেদের কথা। পাশাপাশি পরবর্তীতে ভালো করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই পেসার।
মুস্তাফিজ তার টুইটে লেখেন, ‘আমরা প্রত্যাশামত ফলাফল পাইনি। তবে এটা মেনে নিতেই হবে। সবাই আমাদের কাছে এরচেয়ে ভালো ফলাফল প্রত্যাশা করেছিল আমি জানি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা পারিনি। আপনার স্বপ্ন ভঙ্গের জন্য আমরা দুঃখিত। পরের বার ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ করতে পারবো।’
Not the result we wanted but we have to accept it. I know everyone expected better result than us but unfortunately we couldn't deliver it. We are sorry for breaking your dreams. In Sha Allah we will fulfill all of your dream in the next time. pic.twitter.com/nl8yl9EQtQ
— Mustafizur Rahman (@Mustafiz90) July 11, 2019