নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচে জহুরুল ইসলাম অমি ও মোহাম্মদ মিথুনের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। দিনশেষে সেঞ্চুরির আক্ষেপে পুড়েছে মিথুন ও জহুরুল।
প্রথম দিনের খেলা বৃষ্টির কারনে না হওয়ায় দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে মুমিনুল হকের দল। ওপেনিংয়ে জহুরুল ইসলামের সাথে দেখা যায় জাতীয় দলের সাদমান ইসলামকে। দুইজনের সাবধানী শুরুতে ভালো সংগ্রহ পায় উদ্বোধনী জুটি থেকে। ওপেনার সাদমান ইসলাম ৫৩ রান করে সাজঘরে ফিরে গেলে ভাঙ্গে ৯০ রানের উদ্বোধনী জুটি। শান্তও ব্যর্থ ব্যাট হাতে ফিরে গেছেন মাত্র ৪ রান করে। অধিনায়ক মুমিনুল হকও বেশি একটা সুবিধার করতে পারেননি ফিরে যান মাত্র ১১ রান করে।
চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ এ দল। চতুর্থ উইকেট জুটিতে মিথুন ও জহুরুলের ব্যাট থেকে ১৩৭ রান। মিথুন ৯২ রান করে রান আউটে কাটা পড়লে ভাঙ্গে ১৩৭ রানের জুটি। মিথুন ফেরার পর টিকতে পারেন নি জহুরুল ইসলামও ফিরে গেছেন ৯০ রান করে। দুজনেই পুড়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপে।
মিথুন ও জহুরুলের বিদায়ের পর মাত্র ১ রান করে ফিরে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সৌম্য সরকার ৮ ও মেহেদী মিরাজ ৭ রানে অপরাজিত আছেন। দিনশেষে ৬ উইকেটের বিনিময়ে ২৭০ তোলে মুমিনুল হকের দল।
চার অক্টোবর থেকে শুরু হবে ২য় চারদিনের ম্যাচটি।