বড় রদবদল আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে!

মারুফ ইসলাম ইফতি »

সদ্য প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তনের দেখা মেলেছে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে।আইসিসির প্রকাশিত সর্বশেষ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে রদবদল হয়েছে ৮ জনের অবস্থানের।র‍্যাঙ্কিংয়ের প্রথম ও দ্বিতীয় স্থানটি যথাক্রমে অপরিবর্তিত রয়েছে বিরাট কোহলী ও স্টিভেন স্মিথের দখলে।

প্রথম দুটি স্থান ব্যাতীত মোটামোটা পরের ৮ অবস্থানে এসেছে বিরাট পরিবর্তন।সবচেয়ে চমকপ্রদ পরিবর্তনটি অজি ব্যাটসমান মারনাস লাবুসানের। নিজের সাম্প্রতি সময়ের সেরা ফর্মে থেকে জায়গা করে নিয়েছেন তালিকায় ৩য় স্থানে।আগে র‍্যাঙ্কিংয়ে ৩য় স্থানে থাকা নিউজিল্যান্ড তারকা কেইন উইলিয়ামসন নেমে গেছেন তালিকার চারে।র‍্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন আরেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও।দুই ধাপ এগিয়ে এই অজি ক্রিকেটার উঠে এসেছেন তালিকার ৫ম স্থানে।এইদিকে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজে বাজিমাত করে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নিজের নাম লেখিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, এই মুহুর্তে র‍্যাঙ্কিংয়ের দশম অবস্থানটি তার দখলে।এছাড়া আরেক ইংলিশ ক্রিকেটার জো রুটেরও উন্নতি হয়েছে একধাপ। একধাপ এগিয়ে রুটের বর্তমান র‍্যাঙ্কিং অবস্থান ৮ম স্থানে।

এইদিকে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন তিন ক্রিকেটার।তারা হলেন ভারতের আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা এবং পাকিস্তানি ক্রিকেটার বাবার আজম।একধাপ করে পিছিয়ে তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে পুজারা এবং বাবর আজম , আর দুই ধাপ অবনতি হয়ে তালিকার ৯ম স্থানে জায়গা হয়েছে অজিঙ্কা রাহানের।

একনজরে সর্বশেষ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ব্যাটসমানদের তালিকা:
১:বিরাট কোহলী
২:স্টিভ স্মিথ
৩:মারনাস লাবুসানের
৪:কেইন উইলিয়ামসন
৫:ডেভিড ওয়ার্নার
৬:চেতেশ্বর পুজারা
৭:বাবর আজম
৮:জো রুট
৯:আজিঙ্কা রাহানে
১০:বেন স্টোকস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »