নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তরুণ পেসার কাজী অনিককে সন্দেহবশতই ডোপ টেস্ট করা হয় আর সেখানে ডোপ টেস্টের ফলাফল পজেটিভ আসে । আর তাতেই কি দীর্ঘ পরিসরে ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন তরুণ এই পেসার।
বিপিএলের ড্রাফট শুরু আগে হঠাৎ করেই বলা হয় এবারের বিপিএলের ড্রাফটে নাম প্রত্যাহার করা হয়েছে তরুণ পেসার কাজী অনিকের। ড্রাফট থেকে নাম প্রত্যাহারের সময় জানা যায়নি ঠিক কি কারনে ড্রাফট থেকে নাম প্রত্যাহার করা হলো। তবে ড্রাফটের পরে খোলাসা হয় কাজী অনিকের ড্রাফটের নাম প্রত্যাহারের কথা। ডোপ টেস্টে পজেটিভ আসার কারনেই মূলত তাকে ড্রাফট থেকে বাদ দেয়া হয়েছে। এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলা পেসার এবার অংশগ্রহণ করেননি।
এ ব্যাপারে বিসিবি এতদিন চুপচাপ থাকলেও পরে অবশ্য বিষয়টি খোলাসা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘ পরিসরের লিগ জাতীয় ক্রিকেট লীগ চলাকালীন সময়ে মেডিকেল টিমের মাধ্যমে হঠাৎই খবর আসে ডোপ কেলেঙ্কারি নিয়ে। ঠিক তারপরই তাকে সকল ধরনের টুর্নামেন্ট থেক নাম প্রত্যাহারের কথা বলা হয়। আর যেকারনে বিপিএলের ড্রাফট থেকেও নাম প্রত্যাহার করে নেন।
ক্রিকবাজকে দেয়া এল সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগ চলাকালাীন আমাদের মেডিকেল টিম আমাদের জানায় তার ডোপ টেস্টের ফলাফল পজেটিভ। এমনটা জানার পর আমরা সিদ্ধান্ত নেই পরবর্তী ম্যাচ গুলো তাকে খেলতে না দেয়ার। মূলত এই কারনেই তাকে বিপিএলের ড্রাফট থেকে বা দেয়া হয়।’
জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও তরুন এক সম্ভাবনাময় এক পেসারের ক্যারিয়ারের শুরুতেই কলঙ্কের দাগ রুটে গেলো। জানা গিয়েছে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন তরুণ এই পেসার। তবে সার্বিক দিক বিবেচনা করে সর্বনিম্ন এক বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন।